স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : এবার চোরের দল থাবা বসালো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে। ঘটনা শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর বাইপাস এলাকায়। এলাকার নাকা পয়েন্টের সামনে দাঁড় করানো লরি থেকে ব্যাটারি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
বৃহস্পতিবার গভীর রাতে TR 01 AN 1713 নাম্বারের ট্রাক থেকে ব্যাটারি চুরি যায়। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসে গাড়ি চালক অর্জুন সিং-র । তার বক্তব্য বাইপাসের এই নাকায় হামেশাই পুলিশ থাকে। তাই নিরাপত্তার জন্য নাকা সংলগ্ন স্থানে গাড়িটি রেখে যান। কিন্তু পুলিশি উপস্থিতিতে লরির দরজা ভেঙ্গে ব্যাটারী চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তার আরো বক্তব্য এলাকায় একাধিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। শ্রীনগর থানার কর্মী স্বল্পতার জেরে এই ধরনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।