Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যপ্রতারকদের খপ্পর থেকে বাঁচাতে একদিনের কর্মশালা

প্রতারকদের খপ্পর থেকে বাঁচাতে একদিনের কর্মশালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : ভারতবর্ষে ৬ কোটি ছোট ও মাঝারি শিল্প রয়েছে। যার ৩০ শতাংশ মহিলাদের দ্বারা পরিচালিত। জিডিপি-র ৩০ শতাংশ এরাই নির্ধারণ করেন। কোভিডের সময় এই এম এস এম ই- গুলিকে অন লাইনে রূপান্তর করা হয়। কিন্তু অনলাইনে কাজ করতে গেলে নানা হুমকি আছে।

২০২২- সালে দেখা গেছে ভারতবর্ষে ১লক্ষ ৮৮ হাজার হ্যাকিং-র ঘটনা ঘটেছে। এই ক্ষেত্রে মহিলাদের দ্বারা পরিচালিত ক্ষুদ্র ও মাঝারী উদ্যোগ গুলির সদস্যাদের মধ্যে সচেতনতা তৈরি করা হচ্ছে। সাইবার সিকিউরিটি কি , অন লাইনে কাজ সময় কি ধরনের হুমকী আসতে পারে, কিভাবে বোকা বানানো যেতে পারে এগুলি সম্পর্কে জানানো হচ্ছে। একই সঙ্গে এর থেকে বাঁচার উপায় কি সেই সম্পর্কেও অবগত করা হচ্ছে।

 মূলত এগুলিই নিয়েও কর্মশালার আয়োজন। সি ড্যাক ইন্ডিয়ার প্রকৌশলীরা প্রশিক্ষন দেবেন। শুক্রবার কাটস ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং ইউ এস কনসুলেট কলকাতার সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়। রাজ্য অতিথি শালায় এই কর্মশালার বিষয়ে জানান কাটস ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টার অর্ণব গাঙ্গুলী। ইতিমধ্যেই পাটনা, রাঁচি, গৌহাটি এবং অরুনাচলে এই ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরার পর আগামী দিনে মিজোরাম, নাগাল্যান্ডে এই কর্মশালা সংগঠিত করা হবে বলে জানান তিনি। এই কর্মশালায় মহিলাদের দ্বারা পরিচালিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুলির প্রতিনিধিরা অংশ নেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য