Monday, December 4, 2023
বাড়িরাজ্যম্যাগাজিন ও দুইটি পিস্তল সহ গ্রেপ্তার ১

ম্যাগাজিন ও দুইটি পিস্তল সহ গ্রেপ্তার ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : ধর্মনগর রেল স্টেশন থেকে ম্যাগাজিন ও দুইটি পিস্তল সহ এক ব্যক্তিকে আটক করল জি.আর.পি থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম বিসিক চাকমা। বয়স আনুমানিক ৩৬ বছর। ধর্মনগর জিআরপি থানার ওসি উত্তম কুমার কলই জানান জিআরপি থানার পুলিশ ধর্মনগর রেল স্টেশনে নিয়মিত রেলে চেকিং করে।

বৃহস্পতিবার রাতে শিলচর থেকে আগরতলাগামি রেল ধর্মনগর রেল স্টেশনে আসার পর জিআরপি থানার পুলিশ ও টিএসআর চেকিং শুরু করে। তখন সন্দেহ জনক বেশ কয়েকজনকে চেকিং করা হয়। চেকিং করার সময় এক ব্যক্তির কাছ থেকে ম্যাগাজিন ও দুইটি পিস্তল উদ্ধার হয়। সাথে সাথে ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির নাম বিসিক চাকমা। বয়স ৩৬ বছর। বাবা মৃত বিরেন্দ্র লাল চাকমা। বাড়ি ধলাই জেলার মনু শীতলা পাড়া। কিন্তু বিসিক চাকমা গোমতী জেলার করবুকের মুখছড়ি এলাকায় বসবাস করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানোর পর বিসিক চাকমা স্বীকার করেছে সে আসামের ডিমাপুর থেকে এই পিস্তল দুইটি ক্রয় করে নিয়ে এসেছে, বাংলাদেশে বিক্রয় করার জন্য। বাংলাদেশের সুমন চাকমা নামে এক ব্যক্তির কাছে এই পিস্তল দুইটি বিক্রয় করার কথা ছিল। উল্লেখ্য বিসিক চাকমা ইতিপূর্বেও একবার আগ্নেয়াস্ত্র সহ পুলিশের হাতে ধরা পড়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য