স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা পরিদর্শন করেন রাজধানীতে আগেই গড়ে উঠা বিভিন্ন পরিকাঠামো ও নির্মীয়মাণ স্থল। এদিন মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রথমে যান মুক্তধারা অডিটোরিয়ামে। এর পরে যান নজরুল কলাক্ষেত্রে। দুই জায়গা ঘুরে দেখে বিভিন্ন জায়গা সংস্কারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
তাড়াতাড়ি যাতে এই সংস্কার হয় সে বিষয়ে আধিকারিকদের তিনি বলেন। এর পর ললিত কলা একাডেমী, সত্যজিত রায় ফিল্ম ইন্সটিটিউট ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এর পরে তিনি নরসিংগড়ে টি আই টির একটি অংশে নির্মীয়মাণ ভবনটি ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রী জানান আগের পলিটেকনিক কলেজের প্রায় অর্ধেক আইন বিশ্ববিদ্যালয়ের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে নতুন ভবন কোথায় কোথায় হবে তাও খতিয়ে দেখেন। বাস্তুকারদের সঙ্গে কথা বলেন। ঘুরে দেখেছেন উদ্বোধনের অপেক্ষায় থাকা অডিটোরিয়ামও। মুখ্যমন্ত্রী পরিদর্শন করেছেন এদিন ত্রিপুরা ফরেনসিক ল্যাবও। পরে মুখ্যমন্ত্রী বলেন ভবন তুললেই হয় না। এগুলি দেখভালেরও প্রয়োজন আছে। তিনি বলেন, বসে থাকলে সঠিক ভাবে সব কাজ হয়না। এদিন শেষে মুখ্যমন্ত্রী পরিদর্শনে যান গুর্খাবস্তী হাই রাইস মাল্টি স্টোরেড বিল্ডিং। একই ছাদের তলায় আসবে সমস্ত অফিস। দুই থেকে আড়াই বছরের মধ্যে শেষ হয়ে যাবে কাজ।