Friday, December 1, 2023
বাড়িরাজ্যপর উদ্ধার বৃদ্ধা

পর উদ্ধার বৃদ্ধা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : ৮০ বছরের নিখোঁজ বৃদ্ধা উদ্ধার। দীর্ঘ ১৩ দিন পর আর পি এফ জওয়ানদের তৎপরতায় উদ্ধার হয় এই প্রবীণ মহিলা। জানা যায়, বিহারের নালন্দা জেলার স্বরস্বতী দেবী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে পরিবারের সঙ্গে মথুরায় গিয়েছিলেন।

এরপর গত ৮ সেপ্টেম্বর নিখোঁজ হয়ে যান তিনি। ৯ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে মথুরা থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। অবশেষে মথুরা থেকে নিখোঁজ স্বরস্বতী দেবী ট্রেনে করে আগরতলা বাধারঘাট ষ্টেশনে পৌছন। প্রেটোলিং করার সময় বিষয়টি নজরে আসে জি আর পি-র। তারাই ৮০ বছরের বৃদ্ধাকে নিজেদের দায়িত্বে নেন। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। দুদিন জি আর পি-র দায়িত্বে থাকার পর বৃহস্পতিবার পরিবারের সদস্যরা আগরতলা ষ্টেশনে আসেন। যোগাযোগ করেন জি আর পি আধিকারিকের সঙ্গে। এরপর কাগজপত্র যাচাই করে তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। বৃদ্ধাকে খুঁজে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। আগরতলা ষ্টেশনের জি আর পি কর্মীদের ধন্যবাদ জানান তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য