স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : রাজ্যে ক্রমাগত নারী নির্যাতন, নেশার ব্যবসা রম রমরমা, শিক্ষা ব্যবস্থা বেসরকারিকরণ, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে এন এফ আই ডব্লিউ, এ আই ওয়াই এফ, এ আই এস এফ, এ আই টি ইউ সি যৌথভাবে রাজধানীর কৃষ্ণনগর এলাকা ধর্না প্রদর্শন করা হয়।
উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সহ সম্পাদক মিলন বৈদ্য জানান, ২০১৪ সালের আগে জিনিসপত্রের মূল্য যতটা ছিল তার থেকে তিনগুণ বৃদ্ধি পেয়েছে বর্তমান নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের আমলে। ফলে মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। সরকার মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণের কোন পদক্ষেপ গ্রহণ করছে না। এবং বিগত দিনের বিল সংসদে এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের প্রশংসা কুড়াতে চাইছেন। সরকারের এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে আজকের এই ধর্না কর্মসূচি বলে জানান তিনি।