স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : বুধবার দশমীঘাট এলাকায় চলা স্মার্ট সিটি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে গেলেন মেয়র দীপক মজুমদার। কারণ সামনেই দুর্গ পূজা। পূজা শেষে প্রতিমা নিরঞ্জনে যেন কোন প্রকারের ব্যাঘাত না ঘটে সেজন্যই এই পরিদর্শন বলে জানান মেয়র। মহালয়ার আগে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।
গত বছর যে পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জন করা হয়েছিল , এবছর একই ভাবেই ক্রেনের সাহায্যে স্বল্প সময়ের মধ্যে যেন প্রতিমা নিরঞ্জন করতে পারে ক্লাবগুলি সেই ব্যবস্থা রাখবে পুর নিগম। এই সম্পর্কে জানান মেয়র। একই সঙ্গে বিভিন্ন ও জোনালেও দশমীঘাট রয়েছে। সেগুলি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। এদিন মেয়রের সঙ্গে ছিলেন কর্পোরেটার তুষার ভট্টাচার্য, অলক রায়, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, সদর মহকুমা শাসক অরূপ দেব সহ অন্যান্য আধিকারিক।