স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : প্রয়াত সাংবাদিক শান্তনুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্র যুব ভবনে বুধবার শহীদান দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন বাম নেতৃত্ব মানিক দে, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, সিপিআইএম সদর জেলা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি সহ অন্যান্যরা।
সকলে শান্তনুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রাক্তন মন্ত্রী তথা বাম নেতৃত্ব মানিক দে বলেন, ২০১৭ সালে সাম্প্রদায়িক শক্তির হাতে খুন হয়েছিল শান্তনু। শান্তনু খুনের পর দাবি উঠেছিল দোষীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করার জন্য। সে অনুযায়ী তৎকালীন বামফ্রন্ট সরকার বিশেষ টিম দিয়ে সিট গঠন করেছিল। পরবর্তী সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গোটা বিষয়টি সিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়। কিন্তু এখন পর্যন্ত তদন্ত প্রক্রিয়া এগিয়ে যায়নি।
কোন একটি রাজনৈতিক ষড়যন্ত্র এর পেছনে কাজ করছে বলে দাবি করেন তিনি। কিছু রাজনৈতিক দল রয়েছে যারা এমন কিছু দাবি এবং স্লোগান তুলে, যার দ্বারা জাতি জনজাতির মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এবং এই সাম্প্রদায়িক মনোভাবাপন্ন দুষ্কৃতীদের দ্বারা খুন হয়েছে শান্তনু। এই দুষ্কৃতীরা হল শাসকদল বিজেপি এবং তাদের অঙ্গ সংগঠন আইপিএফটি। তাদের ষড়যন্ত্রে সাংবাদিক সান্তনু খুন দাবি করেন তিনি। পাশাপাশি বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রতিশ্রুতি ছিল শান্তনু হত্যার পেছনে দোষীদের শাস্তি ব্যবস্থা করা হবে। সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। রাজ্যবাসী চাইছে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার।