স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : আসন্ন শারদোৎসবকে সামনে রেখে বুধবার আগরতলা পুর নিগমে মেয়র দীপক মজুমদারের পৌরহিততে এক বৈঠক হয়। কর্পোরেটরদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এইদিনের সভায় এছাড়াও উপস্থিত ছিলেন নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার শৈলেস কুমার যাদব সহ অন্যান্য কর্পোরেটররা।
মূলত আসন্ন দুর্গা পূজা ও নিগমের উন্নয়ন মূলক কাজের বিষয় নিয়ে এইদিনের বৈঠকে আলোচনা হয়। নিগমের মেয়র দীপক মজুমদার জানান আসন্ন দুর্গা পূজার দিন গুলিতে মানুষ যেন নির্ভিগ্নে পূজা দেখতে পারে তার জন্য পুর নিগমের পক্ষ থেকে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পূজার দিন গুলিতে প্রতিটি ক্লাবে দুই জন করে সাফাই কর্মী প্রদান করা হবে। দুর্গা পুজাকে সামনে নিগমের প্রতিটি ওয়ার্ডকে অতিরিক্ত ১৬ লক্ষ টাকা করে অর্থ প্রদানের মঞ্জুরি দেওয়া হয়েছে এইদিন। সঠিকভাবে অর্থ ব্যয় হবে কিনা সেদিকে নজর নিগমবাসীর। পূজার দিন গুলিতে শহরের অলিগলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার বিষয়ে এইদিনের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান নিগমের মেয়র দীপক মজুমদার।