স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্ম দিবস উপলক্ষে রবিবার বিজেপি-র প্রদেশ কার্যালয়ের সামনে দিনটি যথাযথ মর্যাদায় সাথে উদযাপন করা হয়। সেদিন প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপি-র প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা। পরে নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।
ভারত মায়ের বীর সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্ম দিন গোটা দেশ ব্যাপী উদযাপন করা হচ্ছে। বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনেও এই দিনটি উদযাপন করা হচ্ছে বলে জানান প্রদেশ বিজেপি-র সভাপতি ডাঃ মানিক সাহা। ইংরেজদের শাসন থেকে দেশকে স্বাধীন করতে দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করেন। ২০০ বছর শাসন থেকে মুক্ত করতে স্বসস্ত্র আন্দোলনের ডাক দিয়েছিলেন। কিন্তু এই মানুষটির মৃত্যু রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি। নেতাজী সম্পর্কে অবগত হয়ে আগামী দিনের পাথেয় করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজীকে তাঁর যোগ্য সম্মান দিয়েছেন বলে জানান তিনি।