Tuesday, September 26, 2023
বাড়িরাজ্যপরিত্যক্ত গাড়ি থেকে শুকনো গাঁজা উদ্ধার

পরিত্যক্ত গাড়ি থেকে শুকনো গাঁজা উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : মঙ্গলবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে খোয়াই থানায়  পুলিশ গাঁজা আটক করতে সক্ষম হয়। জানা যায়, আগরতলা থেকে আসাম রাজ্যের নম্বার প্লেইট লাগানো AS 01‌B 07572  এই মারুতি গাড়ি খোয়াই এর উদ্দেশ্যে রওনা হয়েছিল। শেষে পুলিশ গাড়িটিকে খোয়াই থানাধীন বেলফাংনা নাকা সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়।

কিন্তু গাড়িতে কোন চালক বা আরোহী ছিল না। পুলিশের প্রাথমিক ধারণা গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ফলে গাড়ি চালক এবং আরোহীরা গাড়িটিকে সেখানে ফেলে চলে গেছে। তারপর পুলিশ গাড়িটি তল্লাশি চালালে গাড়ির ভিতরে গাঁজা মজুদ রয়েছে বুঝতে পারে। এরপর গাড়িটি খোয়াই থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার দুপুরে পুলিশ গাড়িটির মধ্যে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের লাইটের বক্স থেকে ৩০ প্যাকেটে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার হয়। এই বিষয়ে পুলিশ আধিকারিক প্রসূন মজুমদার বলেন গাড়ি চালক সহ দুই তিন জনকে গ্রেফতার করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য