Saturday, July 27, 2024
বাড়িরাজ্যজিবি হাসপাতালে দুঃসাহসিক চুরি

জিবি হাসপাতালে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : আবারো পুলিশের চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছে। শুধু রোগী আর রোগীর পরিজন নিরাপত্তাহীনতায় ভুগছে না। নিরাপত্তাহীনতায় ভুগছে হাসপাতালে সরকারি সরঞ্জাম পর্যন্ত। হাসপাতালে কিছুই সুরক্ষিত নয়। কারণ থাবা বসালো চোরের দল।

জানা যায় হাসপাতালের রেডিওলজি বিভাগ থেকে এসি মেসিনের তামার তার চুরি করে নিয়ে যায় চোরেরা। হাসপাতালের পক্ষ থেকে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এনসিসি থানায়। এসডিপিও পারমিতা পান্ডের নেতৃত্বে সোমবার এনসিসি থানার পুলিশ ঘটনার তদন্তে জিবি হাসপাতালে যায়। গোটা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন মহকুমা পুলিশ আধিকারিক। পরে তিনি জানান এনসিসি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যে হাসপাতালের রেডিওলজি বিভাগ থেকে এসি মেসিনের ৪ থেকে ৫ মিটার তামার তার চুরি হয়ে গেছে। গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। তবে যে স্থান থেকে তামার তার চুরি গেছে, সেই স্থানে সর্বদা লোকের আনাগোনা থাকে। সেই জায়গা থেকে কি করে তামার তার চুরি গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাসপাতালে। পুলিশ কোথায়, প্রশ্ন হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য