Saturday, September 30, 2023
বাড়িরাজ্যবিজেপি -র বিরুদ্ধে কংগ্রেসের দুর্নীতির অভিযোগ

বিজেপি -র বিরুদ্ধে কংগ্রেসের দুর্নীতির অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : দুর্নীতি মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে সরকারি প্রতিষ্ঠিত হয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। কিন্তু গত ৯ বছরে অধিক সময়ে দেখা গেছে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এই সরকারের আমলে। এর বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে। শনিবার পোষ্ট অফিস চৌমুহনী স্থিত কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনটাই বললেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

তিনি এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে আরো একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন। ডাবল ইঞ্জিনের সরকার যে সমস্ত রাজ্যে রয়েছে সেই রাজ্য গুলিতে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে জানান কংগ্রেস নেতা শান্তিরঞ্জন দেবনাথ। আর এটা কেন্দ্রীয় সরকারের প্রচ্ছন্ন মদতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাজ্যের একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন কংগ্রেস নেতারা। রাজ্যের সমস্ত দপ্তরে স্পেশাল অডিট করানোর দাবি জানায় প্রদেশ কংগ্রেস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য