Saturday, July 27, 2024
বাড়িরাজ্যমেয়রের পৌরহিততে বৈঠক

মেয়রের পৌরহিততে বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। ছাত্রছাত্রীদের যাতে শারীরিক ও মানসিক দিকও বিকাশ ঘটে এবং সুস্থ থাকতে পারে সেদিকে নজর দিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর। এরই অঙ্গ হিসেবে আয়ুষ্মান ভারতের অন্তর্গত পশ্চিম জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে পশ্চিম জেলার সরকারি ও সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক দিবসীয় ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।

 আগরতলা টাউন হলে এইদিনের অনুষ্ঠানে প্রায় ৩২০ টি স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকারা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা যেন শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকতে পারে সেই বিষয়ে শিক্ষা দিতে হবে। সুস্থ না থাকলে শিক্ষা সম্ভব নয়। সুস্থ না থাকলে কোন কাজ সঠিক ভাবে করা যায় না। পাশাপাশি তিনি শিক্ষকদের প্রশংসা করে বলেন দেশের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে শিক্ষকদের। এদিন আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানান মেয়র দীপক মজুমদার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য