Sunday, September 8, 2024
বাড়িরাজ্যচাকরিতে পুনর্বহালের দাবিতে শিক্ষা ভবনে ডেপুটেশন জে এম সি ১০,৩২৩ -এর

চাকরিতে পুনর্বহালের দাবিতে শিক্ষা ভবনে ডেপুটেশন জে এম সি ১০,৩২৩ -এর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : আসন্ন দুর্গাপূজার আগে আবারো চাকরিতে পুনর্বহালের দাবি তুলে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হলো জয় মুভমেন্ট কমিটি ১০,৩২৩। ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকারা চাকরিতে পুনর্বহাল করার দাবিতে শনিবার ডেপুটেশন প্রদান করে। এদিন জে এম সি-র এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। জয়েন্ট মুভমেন্ট কমিটির নেতা বিজয় কৃষ্ণ বনিক জানান বিধানসভা নির্বাচনের পর ৬ মাস অতিক্রান্ত হয়ে গেছে।

কিন্তু মুখ্যমন্ত্রীর তৈরি করা এডভাইজারি কমিটির রিপোর্ট জমা পড়লেও তা বিস্তৃত আকারে প্রকাশ করা হয়নি। এডভাইজারি কমিটির রিপোর্ট প্রকাশ করে তাদের বিদ্যালয় মুখী করা। অরিজিৎ দে-র করা মামলার রায় কার্যকর করার দাবীও জানায় জে এম সি। চাকুরীচ্যুতদের স্বার্থে রাজ্য সরকার সদর্থক ভূমিকা নেবে বলে জানান বিজয় কৃষ্ণ সাহা।   তিনি আরো বলেন গত বিধানসভায় নির্বাচনের সময় মন্ত্রী সুশান্ত চৌধুরী চাকরিতে ১০,৩২৩ কে চাকরিতে পুনর্বহালের একটি পজেটিভ দিক দেখান। নিয়োগ প্রক্রিয়ার ভুল সংশোধন করে সেই পজেটিভ পথে চাকরিতে আসন্ন দুর্গাপূজার আগে পুনর্বহাল করার দাবি জানানো হচ্ছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য