Saturday, July 27, 2024
বাড়িরাজ্যউন্নয়ন সংঘের ৭১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির

উন্নয়ন সংঘের ৭১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : রক্তদানের মাধ্যমে মানব ধর্ম পালন করা সম্ভব। একজন মুমুর্ষ রোগীর জীবন বাঁচানোর পাশাপাশি নতুন সম্পর্কে আবদ্ধ হয়। শনিবার উত্তর বাধারঘাট স্থিত উন্নয়ন সংঘের ৭১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরের সূচনা পর্বে একথা বলেন মেয়র দীপক মজুমদার।

তিনি আরো বলেন, রক্তের সংকট মেটাতে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আহবান করেছে রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য। যাতে রক্তের কোন সংকট ব্লাড ব্যাংক গুলির মধ্যে না থাকে। সেদিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সামাজিক সংস্থা ও ক্লাব কর্তৃপক্ষ রক্তদান শিবিরে এগিয়ে আসছে বলে জানান মেয়র। এছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটার সম্পা সেন চৌধুরী, ক্লাব সভাপতি প্রণব সাহা, সম্পাদক পার্থ সরকার সহ অন্যান্যরা। পরে মেয়র সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন। সামাজিক কাজের পাশাপাশি এলাকার উন্নয়নে সরকারের পাশে থেকে ক্লাব গুলিকে সহায়তা করার আহ্বান জানান মেয়র।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য