স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর :মারুতি গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার। শুক্রবার রাতে খোয়াই থানার পুলিশ একটি মারুতি গাড়িতে তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। গাড়ির চালক ও সহচালককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক আটটা থেকে খোয়াই থানাধীন চেব্বরী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন খোয়াই – তেলিয়ামুড়া সড়কের উপর গাড়িটি দাঁড় করানো ছিল। এতে এলাকাবাসীর সন্দেহ হয়। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায়, মারুতি গাড়ি থেকে প্রায় ৫০ কেজি গাঁজা উদ্ধার হয়। এন.ডি.পি.এস ধারায় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷