Saturday, July 27, 2024
বাড়িরাজ্যইঞ্জিনিয়ারদের ভুমিকা অনস্বীকার্য : রতন

ইঞ্জিনিয়ারদের ভুমিকা অনস্বীকার্য : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : বিদ্যুৎ বিল নিয়ে যাতে কোন প্রশ্ন না উঠে নিগম ১০০ শতাংশ স্মার্ট মিটারের চিন্তাভাবনা করছে। আন্ডার গ্রাউন্ড ক্যাবলের কাজ আগরতলা শহরে শুরু হয়ে গেছে। ডিজিট্যালে ভারত এক নম্বরে। ইস্পাত,গাড়ি শিল্পে ভারত দ্বিতীয় স্থানে। ইঞ্জিনিয়ারদের ভুমিকা অনস্বীকার্য। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে হলে সবচেয়ে বড় ভুমিকা ইঞ্জিনিয়াদের নিতে হবে।

 শুক্রবার ইঞ্জিনিয়ার্স দিবসে একথা বললেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, বর্তমান সরকার সব কিছুতেই ইতিবাচক চিন্তাভাবনা করে। এদিন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড ও পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে হয় ইঞ্জিনিয়ার্স দিবসের কর্মশালা। এতে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের এম ডি দেবাশিস সরকার সহ অন্যান্যরা। এদিকে যুবকদের প্রকৌশলী হিসাবে গড়ে তুলতে এবং তাদের দক্ষতা, জ্ঞানকে সমাজের কল্যাণে ব্যবহারের জন্য উৎসাহিত করতে বরেণ্য প্রযুক্তিবিদদের সম্পর্কে অবগত করে ভাবী প্রজন্মকে অনুপ্রানিত করতে হবে। এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ার্সদের দায়িত্ব নিতে হবে। এই দিনটি তাদের কাজের স্বীকৃতি দেওয়ার দিন। শুক্রবার ৫৬ তম ইঞ্জিনিয়ারস ডে উদযাপন উপলক্ষে পূর্ত দপ্তর, অল ইঞ্জিনিয়ারিং সার্ভিস এসোসিয়েশন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটস এন্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন ইন ত্রিপুরার উদ্যোগে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে থেকে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। এই শোভাযাত্রার সূচনা পর্বের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ। এছাড়া উপস্থিত ছিলেন চিফ ইঞ্জিনিয়ার রাজীব দেববর্মা, ডেপুটি সেক্রেটারি পিডব্লিউডি রাজীব দেববর্মা সহ অন্যান্যরা। শোভাযাত্রাটি শহর পরিক্রমা করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য