Tuesday, September 26, 2023
বাড়িরাজ্যকর্পোরেটরদের সাথে মেয়রের বৈঠক

কর্পোরেটরদের সাথে মেয়রের বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : আগরতলা শহরবাসীর সমস্যা সমাধান করতে এবং শহরকে সাজিয়ে তুলতে শুক্রবার সিটি সেন্টার সংলগ্ন আগরতলা পুর নিগমের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় পুর নিগমের কর্পোরেটরদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক।

এই বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর, নিগমের কমিশনার শৈলেস কুমার যাদব সহ অন্যান্যরা। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এইদিনের বৈঠকে আলোচনা হয়।

 নিগমের মেয়র দীপক মজুমদার জানান দুই তিনটি বিষয় নিয়ে আলোচনার জন্য এইদিন বিশেষ সভা ডাকা হয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও এক মাস ব্যাপী স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হবে। সেবাই স্বচ্ছতা, সাফাই মিত্র, সুরক্ষা শিবির কর্মসূচি পালন করা হবে একমাস ব্যাপী। আসন্ন দুর্গা পুজাকে সামনে রেখে এইদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে। যাতে করে মানুষ বিনা বাধায় দুর্গা পূজা দেখতে পারে। বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সাথেও আলোচনা করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য