স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : গত বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়েই তিপ্রা মথার সঙ্গে ছেড়ে দিয়েছে টি এস পি -র দীনেশ দেববর্মা ও শ্রীধাম দেববর্মা। রাজ্যে ফিরে বিমানবন্দরে এই কথা বললেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি বলেন তিপ্রা মথার আদর্শ সিপিআইএম এবং বিজেপির মত নয়। দল আদর্শ এবং লড়াই গ্রেটার তিপরাল্যান্ডের জন্য বলে জানান তিপ্রা মথার সুপ্রিমো।
তিনি আরো বলেন, বিরোধী দলে থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং শাসক দলের অন্যান্য নেতৃত্বেদের সাথে দেখা করা এতটা সহজ নয়। কারণ নেতৃত্বদের কাছে তিপ্রা মথা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ তিপ্রাসা। কিন্তু তারপরও সাংবিধানিক দাবি এবং গ্রেটার তিপরাল্যান্ডের জন্য লড়াই জারি থাকবে যতক্ষণ পর্যন্ত তার ভেতর প্রাণ থাকবে। এই কথা বললেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। তবে গত বিধানসভা নির্বাচনের পর দল অনেকটাই দুর্বল হয়েছে সেটা প্রতি কদমে টের পাচ্ছে দলের নেতৃত্ব। এবং উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেনি দল। লড়াই ময়দান থেকে বাইরে থাকাটা অনেকটাই দলের জন্য দুর্বলতা বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে গত ২০২৩ বিধানসভা নির্বাচন প্রদ্যোত কিশোর দেববর্মণের জন্য শেষ লড়াই ছিল বলে প্রচারে ঝড় তুলেছিলেন। মাটি কামরে পড়ে থেকে মাত্র ১৩ টি আসনে জয় পায় প্রদ্যোত কিশোর দেববর্মন। এখন বলছেন যতক্ষণ পর্যন্ত প্রাণ রয়েছে ততক্ষণ পর্যন্ত লড়াই করবেন প্রদ্যোত।