Tuesday, September 26, 2023
বাড়িরাজ্যবিনা চিকিৎসায় মৃত্যু সাব-ইন্সপেক্টরের

বিনা চিকিৎসায় মৃত্যু সাব-ইন্সপেক্টরের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ সেপ্টেম্বর : বিনা চিকিৎসায় গোমতী জেলা হাসপাতালে মৃত্যু এক সাব-ইন্সপেক্টরের অভিযোগ। মৃত সাব ইন্সপেক্টরের পুত্রবধু আঙ্গুল তুললেন জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার দিকে। ঘটনার বিবরণে জানা যায় উদয়পুর পুলিশ লাইন এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দেববর্মা, বয়স ৫৮ বছর। রইস্যাবাড়ি থানায় কর্মরত ছিলেন তিনি।

 শুক্রবার নিজ বাড়িতে গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। সাথে সাথে পরিবারের লোকজন তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। গৌরাঙ্গ দেববর্মার পুত্র বধূর অভিযোগ গুরুতর অসুস্থ অবস্থায় গৌরাঙ্গ দেববর্মাকে হাসপাতালে নিয়ে আসার পর ওনারা কোন পরিষেবা পান নি। দেখা মিলেনি চিকিৎসকের। বারে বারে ওনারা ছুটে গেছেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিকট। কিন্তু পরিষেবা প্রদানের নামে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা তাদেরকে হয়রানি করেছে। শেষ পর্যন্ত একজন স্বাস্থ্য কর্মী এসে গৌরাঙ্গ দেববর্মাকে সেলাইন লাগিয়ে দিয়ে যায়। সেলাইন লাগানোর পর মৃত্যুর কোলে ঢলে পরে গৌরাঙ্গ দেববর্মা। গৌরাঙ্গ দেববর্মার মৃত্যুর জন্য পরিবারের লোকজন এইদিন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের দায়ি করেন। প্রধান রেফারেল হাসপাতাল থেকে শুরু করে রাজ্যের জেলা ও মহাকুমা হাসপাতাল গুলির হাল হাকিকাত যেন অত্যন্ত দুর্বল। দাবি উঠেছে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য বিষয়টি তদন্ত কমিটি গঠন করে খতিয়ে দেখার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য