Saturday, July 27, 2024
বাড়িরাজ্য২৬৭ ভোটার যোগদান করলেন কংগ্রেসে 

২৬৭ ভোটার যোগদান করলেন কংগ্রেসে 

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : তিপ্রা মথার গ্রেটার তিপরাল্যান্ডের দাবি আকার ইঙ্গিতে সমর্থন করলেন না বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন সাংবিধানিক দাবি হলেও যেটা বাস্তবে হবে না এবং ত্রিপুরার মানচিত্রে সম্ভব নয়, সেটা নিয়ে জনজাতিদের ভাবাবেগ কাজে লাগিয়ে ভোটে জয়ী হতে চাওয়া ঠিক নয়। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, জনজাতি এলাকায় নেই টাকা।

উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে। কংগ্রেসের পক্ষ থেকে একটাই দাবি ১২৫ তম সংশোধনী বিল পাস করে জনজাতিদের উন্নয়ন করার। জনজাতিদের উন্নয়ন চায় কংগ্রেস। কিন্তু বর্তমান বিজেপি সরকার থাকলে তাদের ভয়াবহতা বাড়বে। তাই এ সরকারের বিরুদ্ধে মানুষ প্রতিদিন প্রস্তুত হয়ে কংগ্রেসে যোগদান করছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ৫৭ পরিবারের ২৬৭ ভোটার কংগ্রেস দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য