স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : পড়া শিখে না আসায় স্কুলে ছাত্র-ছাত্রীদের শাসন করতে গিয়ে অভিভাবকের ক্ষোভের মুখে পড়লেন এক প্রধান শিক্ষক। স্কুলে প্রবেশ করে এক অভিভাবক সেই শিক্ষকের শাসনের প্রতিবাদ জানিয়ে স্কুল থেকে বদলির দাবি জানান। ঘটনার বিবরণে জানা যায়, মধুবন ডুকলি হাই স্কুলের ছাত্র ছাত্রীদের মারধর করার অভিযোগ তুলেন এক ছাত্র এবং তার পরিবারের লোকজন। তাদের অভিযোগ মঙ্গলবার এক ছাত্রকে প্রধান শিক্ষক বেধড়ক মারধর করেছেন।
বাড়িতে যাওয়ার পর ছাত্রের জ্বর আসে। এর প্রতিবাদে তারা বুধবার স্কুলে এসে বাড়ির লোকজনদের সঙ্গে নিয়ে ভিড় জমায়। কান্নায় ভেঙে পড়ে ছাত্রের মা। এই প্রধান শিক্ষকের নাম দেবব্রত সরকার। ছাত্রের মার আরো অভিযোগ, তিনি প্রতিদিন ছাত্র ছাত্রীদের পড়া শিখতে না পারায় মারধর করেন। এবং এই অভিযোগ তুলে ধরেন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। তাই স্কুল থেকে এই প্রধান শিক্ষককে বদলির দাবি তুলে শাস্তির দাবি জানান। পরবর্তী সময়ে বিষয়টি দেখা হবে বলে আশ্বস্ত করলে অভিভাবকরা শান্ত হয়। তবে অভিভাবকরা এই অভিযোগ তুললেও প্রধান শিক্ষক জানান তিনি ছাত্র-ছাত্রীদের পড়া শিখে না আসায় হাতে বেত দিয়ে বাড়ি দেন। কিন্তু সেই সময় কিছু ছাত্র হাত পিছিয়ে নেওয়ায় তাদের বেতের বারি শরীরে অন্যান্য স্থানে লেগেছে।