Tuesday, September 26, 2023
বাড়িরাজ্যপ্রতিমা বিসর্জনের বিভিন্ন ঘাট পরিদর্শনে গেলেন মেয়র

প্রতিমা বিসর্জনের বিভিন্ন ঘাট পরিদর্শনে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : আসন্ন বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজা। দিন দিন আগরতলা শহরে বৃদ্ধি পাচ্ছে পূজার সংখ্যা। ফলে পুজো শেষে প্রতিমা বিসর্জনের বিভিন্ন ঘাট গুলিতে বাড়ছে চাপ। ইতিমধ্যে আগরতলা পুর নিগম ও স্মার্ট সিটি প্রজেক্টের মাধ্যমে দশমী ঘাট এলাকায় বিসর্জনস্থল আধুনিকীকরণের কাজ চলছে দ্রুত গতিতে।

এই বছর পুজোর আগে সমাপ্ত হবে সম্পূর্ণ কাজ। পাশাপাশি শহরতলির বিভিন্ন স্থানে থাকা বিসর্জনস্থল গুলি উন্নয়নের উপর জোর দিয়েছে পুর নিগম। বুধবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বাধারঘাট এলাকার বিধায়িকা মিনারানী সরকার, কর্পোরেটর বাপি দাস, কর্পোরেটর অঞ্জনা দাস গজারিয়া এলাকায় অবস্থিত হাওড়া নদীতে বিসর্জনেরস্থলটি সরজমিনে ঘুরে দেখেন। সেখানে শহর দক্ষিণাঞ্চলের প্রায় ৩০ থেকে ৪০ টি প্রতিমা প্রতি বছর বিসর্জন দেওয়া হয়। ফলে সেই জায়গাটি উন্নয়নের প্রয়োজন রয়েছে। মেয়র দীপক মজুমদার জানান দুর্গা পুজাকে সামনে রেখে সকল দশমীঘাট গুলি উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। গজারিয়া দশমীঘাটটি উন্নয়ন করার জন্য এইদিন দশমীঘাটটি পরিদর্শন করা হয়েছে। আগামি ৭ দিনের মধ্যে কাজ শুরু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য