Saturday, December 21, 2024
বাড়িরাজ্যওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন

ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর :  ওবিসি সংরক্ষণ সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে সোমবার ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল গনমঞ্চ। এইদিন গনমঞ্চের পক্ষ থেকে এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে দপ্তরের অধিকর্তার হাতে স্মারক লিপি তুলে দেন।

গনমঞ্চের এক নেতৃত্ব জানান সমগ্র দেশের বিভিন্ন রাজ্যে ওবিসি সংরক্ষণ চালু করা হলেও একমাত্র ত্রিপুরা রাজ্যে ওবিসি সংরক্ষণ চালু করা হয় নি। অথচ পূর্বতন বামফ্রন্ট সরকার এমনকি বর্তমান বিজেপি সরকার ওবিসি সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসিন হয়েছে। তিনি আরও জানান সহসাই রাজ্য সরকার ওবিসি সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ না করলে গনমঞ্চ বৃহত্তর আন্দোলনে সামিল হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য