স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : দুষ্কৃতিদের লাগানো আগুনে পুড়ল একটি বাইক। ঘটনা কমলপুর থানার অন্তর্গত মোহনপুর পঞ্চায়েতের গোয়ালমারা গ্রামের রাধা গোবিন্দ মন্দিরে। ঘটনার বিবরণে জানা যায় সোমবার ভোরে মন্দিরের অভ্যন্তরে রাখা মন্দিরের পুরোহিত প্রাণ গোপাল শর্মার ছেলে পীযূষ শর্মার TR-04C-4803 নাম্বারের পালসার বাইকটিতে দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দেয়।
স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার চেঁচামেচি করলে মন্দিরের পুরহিত ঘর থেকে বেরিয়ে দেখতে পান মন্ডপে রাখা বাইকটি আগুনে দাউ দাউ করে জলছে। স্থানীয়রা সকলে মিলে আগুন নিভানোর কাজে ঝাপিয়ে পরে। খবর দেওয়া হয় কমলপুর থানার পুলিশকে। কমলপুর থানার পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে। বাইকের মালিক পীযূষ শর্মা জানান কে বা কারা বাইকে আগুন লাগিয়েছে তা জানেন না।