স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : অনলাইন প্রতারণার শিকার হলেন এক শিক্ষক। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চড়িলাম ৬ নং কলোনি এলাকায়। দক্ষিণ চড়িলাম ৬ নং কলোনি এলাকার শিক্ষক অসীম ভৌমিক তার ছেলে সপ্তম পড়ুয়া আয়ুষ ভৌমিককের জন্য অনলাইন শপিং এর মাধ্যমে গত ২৮ আগস্ট ব্যাটিং প্যাড বুকিং করেছিল। যার মূল্য ছিল ১৬০০ টাকা।
কিন্তু দেখা গেল ৬ সেপ্টেম্বর ব্যাটিং প্যাডের বদলে এসেছে ব্যাটিং গ্লাভস। যার মূল্য ৮০০ টাকা। সঙ্গে সঙ্গে শিক্ষক অসীম ভৌমিক ফ্লিপ কার্ড অনলাইনে আবার মেসেজ পাঠিয়েছে এবং ঘটনাটি জানিয়েছে। জানানোর পর সে অনলাইন শপিংয়ের কোম্পানির কাছ থেকে মেশিন এসেছে তার ব্যাটিং গ্লাভস ফিরিয়ে নিয়ে ব্যাটিং প্যাড দেওয়া হবে। বেশ কয়েকবার মেসেজ এসেছে। কিন্তু ১০ সেপ্টেম্বর মেসেজ আসে উনার অনুরোধ বাতিল করে দেওয়া হয়েছে। সোমবার দিন সকাল বেলা সংবাদ মাধ্যমের সামনে অনলাইনের প্রতারণার বিরুদ্ধে মুখ খুললেন সরকারি শিক্ষক অসীম ভৌমিক। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন এভাবে প্রতিনিয়ত মানুষ অনলাইন প্রতারণার শিকার হয়ে নিজের সর্বস্ব হারাচ্ছে। শিক্ষক মশাই অনলাইন শপিং সংস্থার বিরুদ্ধে অতি শীঘ্রই ভোক্তা আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন।