Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যস্কুলে অগ্নিকান্ড, দৌড়ঝাঁপ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের

স্কুলে অগ্নিকান্ড, দৌড়ঝাঁপ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাজধানীর বনমালীপুর রাম ঠাকুর আশ্রম সংলগ্ন একটি বেসরকারি স্কুলে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত হয়। মুহূর্তের মধ্যে আগুনের ধোয়ায় শ্রেণি কক্ষ গুলি অন্ধকার হয়ে যায়। স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের শুরু হয় দৌড়ঝাঁপ। এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পরে।

পরবর্তী সময় অভিভাবকদের প্রচেষ্টায় আগুন নিভানো হয়। তবে এইদিন আগুন নিভাতে ব্যর্থ হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রনে আনতে না পারলে এইদিন বড় ধরনের অঘটন ঘটে যেত। এক অভিভাবক জানান অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা দ্রুত কচিকাঁচাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। তবে বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যা রয়েছে বলে জানান তিনি। প্রশাসনের উদাসীনতায় শহরের অলি গলিতে এভাবে গড়ে উঠছে কচিকাঁচাদের খোঁজ স্কুল। কিন্তু কোন ধরনের অঘটন ঘটলে এর জবাব দিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য