স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ সেপ্টেম্বর : ছিনতাইয়ের অভিযোগে অস্ত্রশস্ত্র সহ আটক ছয় ছিনতাইবাজ। ঘটনা শনিবার গভীর রাতে বিশালগড় থানাধীন রাস্তার মাথা বন্ধন ব্যাংক সংলগ্ন জাতীয় সড়কে। মাতা বাড়ি থেকে পুজো দিয়ে তিন যুবক বাইকে করে আগরতলার উদ্দেশ্য যাওয়ার পথে রাস্তার মাথা এলাকায় বাইক থামিয়ে ছিনতাই করে ছিনতাইকারীরা। পরবর্তীতে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে গভীর রাতেই উত্তম ভক্ত চৌমুহনিতে পুলিশের নাকা পয়েন্টে অস্ত্র শস্ত্র সহ ছয় যুবককে গ্রেফতার করা হয়।
ধৃতরা অন্তর মিয়া, সুশান্ত দেব, জুয়েল মিয়া, সাগর নমঃ, বাপন মিয়া এবং সুমন মিয়া। জানা গেছে তাদের প্রত্যেকের বাড়িই কমলাসাগর বিধানসভার মিয়াঁ পাড়া ও নতুন কলোনিতে এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লোহার রড, কিরিচ এবং দামী কয়েকটি মোবাইল ফোন সহ ছিনতাই করা ৫ হাজার দশ টাকা। পাশাপাশি তাদের কাছ থেকে একটি বিলাসবহুল গাড়ি আটক করা হয়েছে। গাড়ির কর্ণধার বাপন মিয়া। পুলিশের ধারণা তাদের সাথে আরো অনেকে জড়িত রয়েছে। যারা বিশালগড় বাইপাসে দীর্ঘদিন ধরে এ ধরনের ঘটনা সংগঠিত করে চলেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এখন দেখার বিষয় পুলিশ গোটা গ্যাং জালে তুলতে সফল হয় কিনা। বাইপাস রাস্তা দিয়ে গত ছয় মাস ধরে একাধিক ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশ বারবারই ব্যর্থতার পরিচয় দিয়েছে। কিন্তু শনিবার রাতের ঘটনা সাফল্য কুড়িয়েছে পুলিশ। এই ধরনের ঘটনা লাগাতার সংগঠিত হওয়ায় বাইপাস এলাকায় সন্ধ্যার পর থেকে আতঙ্কের পরিবেশ বিরাজ করে।