Friday, October 25, 2024
বাড়িরাজ্যদ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা এবং কর্মসংস্থানের দাবিতে বামেদের বিক্ষোভ মিছিল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা এবং কর্মসংস্থানের দাবিতে বামেদের বিক্ষোভ মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রত্যাহার করা, সরকারি দপ্তরের শূন্য পদ অবিলম্বে পূরণ করা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে সিপিআইএম রামনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে শুক্রবার এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।

 উপস্থিত ছিলেন সিপিআইএম সদর জেলা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী। তিনি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির ডাকে ১-৭ সেপ্টেম্বর পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যাহার করা এবং কর্মসংস্থানের দাবিতে আন্দোলন কর্মসূচি সংঘটিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এবং ব্যাপক কর্মসংস্থানের দাবিতে এদিন মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে লেইক চৌমহনি এলাকায় এসে এক পথসভার আয়োজন করে। মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য