Wednesday, October 30, 2024
বাড়িরাজ্যপুজোর চাঁদা নিয়ে জুলুমবাজিতে পথ অবরোধ

পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজিতে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পরেও পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে পানিসাগর চামটিলা এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলো যান চালকেরা। মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু হয় রাস্তা অবরোধ। তাদের দাবি প্রশাসনের উদ্যোগে চাঁদা জুলুমবাজির সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত চলবে তাদের অবরোধ। বিগত বছরেও এমন সমস্যা অনেক দূর গড়িয়েছিল।

বছর ফিরতে না ফিরতে আবারো একই সমস্যার পুনরাবৃত্তি। তারা আরো জানান প্রায় দেড় মাস দুর্গা পূজার বাকি। এখন থেকেই রাজ্যে প্রবেশের পর থেকে রাস্তার বিভিন্ন জায়গায় গাড়ি আটকে মোটা অংক দাবি করছে। না হলে তাদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে বিভিন্ন পুজো উদ্যোক্তারা। তাদের উপার্জনের চাইতেও বেশি চাঁদার দাবি করে চালকদের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে তাদের মারধর করা হচ্ছে বলেও অভিযোগ। এর কোন স্থায়ী সমাধান না হলে তারা অবরোধ মুক্ত করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন। ঘটনায় বর্তমানে চামটিলা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পরে অবরোধ মুক্ত হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য