স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : গৃহবধূর মৃতদেহ উদ্ধার। ঘটনা সোমবার রাত অনুমানিক ৯ টায়। মৃত গৃহবধূর নাম রীতা দাস। ঘটনা গন্ডাছড়া থানার অন্তর্গত ৬০ কার্ড এলাকায়। রীতা দাসের বাড়ি অমরপুর থানার অন্তর্গত বামপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সাত বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে পরিবারে অশান্তি চলছে।
অশান্তি মীমাংসা করার জন্য বেশ কয়েকবার সালিশি সভাও হয়। কিন্তু শেষ পর্যন্ত গৃহবধুর মৃতদেহ উদ্ধার হয়। স্বামীর পক্ষ থেকে আত্মহত্যার দাবি উঠলেও, গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের দাবি খুন হয়েছে তাদের মেয়ে রিতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়লা তদন্তের জন্য মর্গে পাঠায়। গৃহবধূর বাপের বাড়ি লোকজন জানায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। ঘটনায় শোকের ছায়ায় নেমে আসে বাপের বাড়ির লোকজনদের মধ্যে। জানা যায় গৃহবধুর একটি ছয় বছরের শিশু পুত্র রয়েছে।