Wednesday, October 30, 2024
বাড়িরাজ্যপ্রতারনা করতে গিয়ে হাতেনাতে আটক বহিঃরাজ্যের দুই যুবক

প্রতারনা করতে গিয়ে হাতেনাতে আটক বহিঃরাজ্যের দুই যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর : রাজধানীর ধলেশ্বর শহীদ ক্ষুদিরাম বসু লেন এলাকার এক বাড়িতে স্বর্ণের চেইন পরিষ্কার করে দেওয়ার নাম করে প্রতারনা করতে গিয়ে হাতেনাতে আটক বহিঃরাজ্যের দুই যুবক। বাড়ির মালিক স্বপন দাস জানান এইদিন সকলে কাজের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। ওনার স্ত্রীও বাড়িতে ছিল না। ছেলের বৌ বাড়িতে ছিল। সেই সময় দুই যুবক বাড়িতে গিয়ে ছেলের বৌকে জানায় পিতল কিংবা রুপার কিছু থাকলে দেওয়ার জন্য তারা পরিষ্কার করে দেবে।

 স্বপন দাসের ছেলের বৌ জানায় পিতল কিংবা রুপার কোন কিছু বাড়িতে নেই। তখন ঐ দুই যুবক গৃহ বধূর গলায় থাকা স্বর্ণের চেইনটি দেওয়ার জন্য বলে। গৃহবধূ কোন কিছু না ভেবে স্বর্ণের চেইনটি ঐ দুই যুবকের হাতে তুলে দেন। এমন সময় স্বপন দাসের স্ত্রী বাড়িতে আসেন। তিনি তখন জানান স্বর্ণের চেইনটি পরিষ্কার করতে হবে না। কিন্তু ঐ দুই যুবক স্বর্ণের চেইনে কেমিক্যাল ঢেলে দেয়। এতে স্বর্ণের চেইনটির কালার নষ্ট হয়ে যায়। সাথে সাথে স্বপন দাসের স্ত্রী চিৎকার শুরু করেন। ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। আটক করা হয় ঐ দুই যুবককে। তারপর খবর দেওয়া হয় পুলিসকে। ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে ধৃত দুই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জানা যায় ধৃত দুই যুবকের বাড়ি বিহারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য