Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যউন্নয়নমূলক কাজকর্ম ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ...

উন্নয়নমূলক কাজকর্ম ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন আধিকারিকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর :রাজ্য জুড়ে একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের কাজ চলছে। বিশেষ করে রাজধানীর আখাউড় রোড এলাকায় লাইট হাউস নির্মাণের কাজ চলছে। অপরদিকে টুডার টাউনশিপ প্রজেক্টের কাজ চলছে কামান চৌমুহনী ও কুঞ্জবন এলাকায়। পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় মাল্টি লেভেল কার পারকিং এবং কমার্শিয়াল কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে। সোমবার নির্মীয়মাণ এই সকল কাজ সরজমিনে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

 মুখ্যমন্ত্রী এইদিন প্রথমে যান টুডার টাউনশিপ প্রজেক্টের কাজ খতিয়ে দেখতে। কামান চৌমুহনী ও কুঞ্জবন এলাকায় টুডার-র মাধ্যমে নির্মীয়মাণ ফ্ল্যাটের কাজ দেখার পর মুখ্যমন্ত্রী জানান কাজ ভালো ভাবে হচ্ছে। যারা এই ফ্ল্যাট নির্মাণের কাজের বরাত পেয়েছে তাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ইতিমধ্যে কামান চৌমুহনী প্রজেক্টের সকল ফ্ল্যাট বুকিং হয়ে গেছে। কুঞ্জবনে ৬০ শতাংশ ফ্ল্যাট বুকিং হয়ে গেছে।তারপর মুখ্যমন্ত্রী যান রাজধানীর মাতঙ্গিনী প্রিতিলতা হল ও রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। মাতঙ্গিনী প্রিতিলতা হল ও রবীন্দ্র শতবার্ষিকী ভবন সরজমিনে ঘুরে দেখার পর মুখ্যমন্ত্রী জানান মাতঙ্গিনী প্রিতিলতা হলের চেয়ার গুলি পুরাতন হয়ে গেছে। সেই দিকে নজর দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। রবীন্দ্র ভবনে অনেক গুলি সমস্যা নজরে এসেছে। সংস্কারের প্রয়োজন রয়েছে।

দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ আগেই বরাদ্দ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। রবীন্দ্র ভবন পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী চলে যান পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায়। সেখানে নির্মীয়মাণ মাল্টি লেভেল কার পারকিং এবং কমার্শিয়াল কমপ্লেক্স ঘুরে দেখেন। পরে মুখ্যমন্ত্রী যান সরকারি আর্ট কলেজ ও মিউজিক কলেজে। আর্ট কলেজ ও মিউজিক কলেজের সবকিছু খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী জানান পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় নির্মীয়মাণ মাল্টি লেভেল কার পারকিং এবং কমার্শিয়াল কমপ্লেক্সে ৩০০ টি গাড়ি পারকিং করা যাবে। সেখানে একটি স্টার হোটেল থাকবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আর্ট কলেজের পড়ুয়ারা নিজেদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জনের বিষয়ে কাউন্টার খোলা যায় কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন। সবশেষে মুখ্যমন্ত্রী যান আখাউরা রোড এলাকায় নির্মীয়মাণ লাইন হাউসের নির্মাণ কাজ। লাইট হাউস নির্মাণের কাজ খতিয়ে দেখে কথা বলেন নির্মাণ কাজের দায়িত্বে থাকা সংস্থার আধিকারিকদের সাথে। এইদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য