স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর :মঙ্গলবার ২০ বক্সনগর এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোট কর্মীরা সোমবার সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। এবং দুটি বিধানসভা কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে মোতায়েন করা হয়েছে
প্রচুর পরিমাণে আধা সামরিক বাহিনী। ভোট কর্মী এবং নিরাপত্তা কর্মীরা সঠিকভাবে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছে কিনা সে বিষয়টা খতিয়ে দেখতে এদিন দুপুরবেলা যান সিপাহীজলা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। তিনি সেখানে গিয়ে সমস্ত ব্যবস্থাপনা সঠিকভাবে চলছে কিনা সে বিষয়টা খতিয়ে দেখেন। কথা বলেন ভোট কর্মীদের সাথে। তিনি জানান মঙ্গলবার সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট চলবে। শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয় এবং মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। কোন ভোটার যদি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বা বাধার মুখোমুখি হয় তাহলে অভিযোগ জানাতে হেল্পলাইন নম্বর রয়েছে বলে জানান তিনি। বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটার প্রায় ৪৩ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ১৬৬ জন। মহিলা ভোটার ২০ হাজার ৯২১ জন।
সার্ভিস ভোটার ৭৫ জন। ৮০ বছরের অধিক বয়সী ভোটার ৫১০ জন এবং দিব্যাঙ্গন ভোটার ১৯৮ জন। অপরদিকে ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটার প্রায় ৫০ হাজার ১৪৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৯৪৪ জন, মহিলা ভোটার ২৪ হাজার ২০৩ জন। সার্ভিস ভোটার ৮৫ জন। ৮০ বছরের অধিক বয়সী ভোটার ৭০৭ জন, এবং দিব্যাঙ্গন ভোটার ২৬৫ জন। বক্সনগর বিধানসভা এলাকার ৪৩ টি স্থানে ৫১ টি পোলিং স্টেশন রয়েছে। তার মধ্যে শহর এলাকায় রয়েছে ৩ টি পোলিং স্টেশন এবং গ্রামিন এলাকায় রয়েছে ৪৮ টি পোলিং স্টেশন। অপরদিকে ধনপুর বিধানসভা এলাকার ৫০ টি স্থানে ৫৯ টি পোলিং স্টেশন রয়েছে। সব কয়টি পোলিং স্টেশন গ্রামীন এলাকায় অবস্থিত। উপ- নির্বাচনকে কেন্দ্র করে দুই বিধানসভা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ৫ সেপ্টেম্বর ভোট শেষে গণনা হবে ৮ সেপ্টেম্বর।