Friday, September 20, 2024
বাড়িরাজ্যশিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগে এ ভি বি পি সংগঠনের বিক্ষোভ

শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগে এ ভি বি পি সংগঠনের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর : এক শিক্ষকের বিরুদ্ধে হুলুস্থুল কান্ড কমলপুর ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ে। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তিনি ছাত্র-ছাত্রীদের সাথে অশীল আচরণ করেন। কিন্তু প্রধান শিক্ষকের বক্তব্য কবে নাগাদ তিনি এ ধরনের আচরণ করেছে সেটা স্পষ্ট করে দিলে অবশ্যই বিষয়টা খতিয়ে দেখা হবে।

সোমবার এবিভিপি কমলপুর নগর ইউনিটর সদস্যরা ও স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের গেট বন্ধ করে সেই শিক্ষক সজল ঘোষকে বরখাস্ত ও বদলির দাবিতে বিক্ষোভ শুরু হয়। প্রায় সাড়ে তিনটা নাগাদ ডি সি এম অদিতি দাস, ওসি সঞ্জয় লস্কর স্কুলে এসে এ বি ভি পি নেতা ও স্কুল কতৃপক্ষের সাথে আলোচনাক্রমে জানায় যার বিরুদ্ধে অভিযোগ সেটা উপর মহলে জানানো হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে তারা। এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি জানান এ ধরনের অভিযোগ সজল ঘোষের বিরুদ্ধে ওঠার পর অভিভাবক কিংবা ছাত্রছাত্রীদের কাছে বলা হয়েছিল যাতে লিখিত দিয়ে জানায় কবে নাগাদ তিনি কার্যকলাপ করেছেন। তাহলে সেদিনের সিসি ক্যামেরা দেখে যদি সত্যি হয়ে থাকে তাহলে আইনত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো লিখিত দেয়নি। সোমবার এবিভিপি পক্ষ থেকে একটি লিখিত জমা পড়েছে। কিন্তু নির্দিষ্ট দিনক্ষণ বা সময়সূচি না থাকায় তদন্ত করা যাচ্ছে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। এবিবিপি -র পক্ষ থেকে লিখিত জমা পড়লেও অভিভাবকের কাছ থেকে এখন পর্যন্ত কোন লিখিত জমা হয় নি। মুখের কথার উপর দিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা যাবে না সেটা স্পষ্ট জানিয়ে দিলেন প্রধান শিক্ষক। তবে যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তিনি আবার কমলপুর মন্ডলের সদস্যের স্বামী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য