স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর : রবিবার রাত সাড়ে ১১ টা নাগাদ শান্তিরবাজার পুরাতন পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার পুরাতন পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় একটি বই দোকানে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী খবর দেয় শান্তিরবাজার দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনার খবর পেয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনলেও অগ্নিকান্ডে ৪ টি দোকানের বেশ ক্ষতি হয়। অগ্নিকান্ডে বেশি ক্ষতি হয় বই দোকানের। দমকল কর্মীরা সময় মতো এসে আগুন নিয়ন্ত্রনে না আনলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত বলে ধারণা স্থানীয়দের। সবচেয়ে বেশি আতঙ্কের কারণ হয়েছিল অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরেই ছিল পুরনো পেট্রোল পাম্প। দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো শান্তির বাজার শহর। এই অগ্নিকান্ডে আনুমানিক ১০ লক্ষ টাকার অধিক ক্ষতি হয় বলে জানান এক দমকল কর্মী। অগ্নিসংযোগের সূত্রপাত সম্পর্কে জানা যায় নি। অগ্নিসংযোগের সুত্রপাত সম্পর্কে জানতে ঘটানার তদন্তে নেমেছেন শান্তির বাজার থানার পুলিশ।