স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর : ফের রাজধানীর বুকে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করলো চোরের দল। রবিবার রাতে চোরের দল রাজধানীর লেইক চৌমুহনি বাজারের এক কাপড়ের দোকানে থাবা বসায়।
চোরের দল দোকানে হানা দিয়ে বেশ কিছু জিনিস চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক স্বপন দেবনাথ জানান এই নিয়ে ওনার দোকানে ৩ বার চুরির ঘটনা সংগঠিত করেছে। দোকানের পিছন দিয়ে চোরেরা দোকানে প্রবেস করে। দোকানে থাকা সিসি ক্যামেরা খুলে ফেলে। এবং দোকান থেকে ২০ থেকে ৩০ হাজার টাকার কাপড় নিয়ে যায় চোরেরা। দোকানের ইনস্যুরেন্স করা থাকলেও পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়া যায় না বলে জানান তিনি। এই ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে যথারীতি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।