Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যদুর্বলতা ঢাকতে মানুষের কাছে যাচ্ছে বিজেপি : কংগ্রেস

দুর্বলতা ঢাকতে মানুষের কাছে যাচ্ছে বিজেপি : কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : উপনির্বাচনকে কেন্দ্র করে সব মন্ত্রী, বিধায়করা বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে প্রচারে রয়েছেন। এতে করে সচিবালয়ের কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছে। তাদের কক্ষে ফাইলের স্তূপ জমে আছে। স্তব্ধ হয়ে পড়েছে প্রশাসনিক কাজকর্ম। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই অভিযোগ তুলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন, রাজ্যের হাসপাতাল গুলির অবস্থা করুন। মানুষের পরিষেবা সঠিকভাবে মিলছে না। আর এদিকে এই দুর্বলতা ঢাকতে প্রচারে ঝড় তুলেছে শাসক দল বিজেপি। কারণ তারা জনগণের ভোটের উপর আর আস্থা রাখতে পারছে না।

 নির্বাচনে জয়লাভ করতে বহু অর্থ ব্যয় করছে বলে অভিযোগ তোলেন আশীষ কুমার সাহা। শ্রী সাহা সারাদেশে বিজেপি অগণতান্ত্রিক কার্যকলাপ সন্ত্রাস দুর্নীতি করে চলেছে। এবং শাসন ক্ষমতার অপব্যবহার করে চলেছে। আর এটা অনুসরণ করে চলছে রাজ্য সরকার। মানুষের নাভিশ্বাস উঠে গেছে। ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দেশে প্রতিষ্ঠিত হওয়ার আগে এলপিজি মূল্য ছিল ৪৫০ টাকা। বর্তমানে তা দাঁড়িয়েছে ১১০০ টাকায়। এবং ২০১৪ সালে এ সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে রান্নার গ্যাসের ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হতো। বর্তমানে সেই ভর্তুকি পর্যন্ত তুলে দিয়েছে সরকার। মূল্যবৃদ্ধি করে সরকার প্রায় ৮ লক্ষ ৩৩ হাজার ৬৪০ কোটি টাকা দেশবাসীর কাছ থেকে বর্ধিতভাবে আদায় করেছে। এখন আসন্ন ৫ রাজ্যের বিধানসভাকে সামনে রেখে ভোটারদের প্রলুব্ধ করার জন্য এবং ভোটারদের ক্ষোভ উপশম করে ক্ষমতা দখলের লক্ষ্যে রান্নার গ্যাসের মূল্য ২০০ টাকা কমানো হয়েছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন রান্নার গ্যাসের দাম আগে বাড়িয়ে বিরাট অংশের অর্থ লুটে নিয়ে মানুষকে স্বস্তি দেওয়ার নামে মলম ব্যবহার করতে চাইছে। এই লুটত রাজের সরকারের বিরুদ্ধে সারা দেশ ব্যাপী জনগণ সোচ্চার। আশিস সাহা আরও মন্তব্য করেন, দেশের শাসক দল যখন বুঝতে পেরেছেন জনগণ তাদের বিপক্ষে তখন এই ধরণের লোভজনক কিছু কর্মসূচী শাসক দল তুলে ধরেছে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যরা। পাশাপাশি এই দিন তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নীলকমল সাহা কংগ্রেসে যোগদান করেন। দলীয় পতাকা হাতে তুলে দলে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য