স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : মহারাজগঞ্জ বাজার এলাকায় উদ্ধার এক যুবকের মৃতদেহ। শুক্রবার রাতে অজ্ঞাত যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয় মহারাজগঞ্জ ফায়ার স্টেশনে। ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা। দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালের মর্গে।
পরবর্তী সময় মহারাজগঞ্জ ফাড়ির পুলিশকে এ বিষয়ে জানায় দমকল কর্মীরা। যথারীতি শনিবার সকালে জিবি হাসপাতালে মর্গে ছুটে যায় পুলিশ। পুলিশ মৃতদেহে কোন আঘাতে চিহ্ন খুঁজে না পেলেও নাক এবং মুখ দিয়ে রক্ত বের হতে দেখেছে বলে জানায়। ময়না তদন্তের পর স্পষ্ট হবে কিভাবে মৃত্যু হয়েছে। তবে রহস্যজনক ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে মহারাজগঞ্জ বাজার এলাকায়।