স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : রাজধানীর মরা চৌমুহনী এলাকার এক যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এক যুবতী। অবশেষে ওই যুবক জন্মদিন পালন করা হবে বলেই ওই যুবতীকে সেন্ট্রাল রোড এলাকায় একটি হোটেলে নিয়ে যান।
সেখানে যুবক-যুবতী অতিরিক্ত মদ্যপান করে অবশেষে ওই যুবক যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গেলে বেঁকে বসে নেশাগ্রস্ত অবস্থায় যুবতী। শুরু করে চিৎকার। ছুটে আসে হোটেলের কর্তৃপক্ষ এবং স্থানীয় ব্যবসায়ীরা। এরই মধ্যে যুবতীর বাবা ঘটনার খবর পেয়ে হোটেলের সামনে ছুটে এসে যুবতীর প্রেমিককে বেধড়ক মারধর করে। এবং মেয়েকে স্কুটি করে বাড়িতে নিয়ে যায়। ঘটনার ধামাচাপা দিতে যুবতীর পরিবারের এক সদস্য জানান যুবতীকে হোটেলে এনে জোর করে মদ্যপান করায় তার প্রেমিক। এই বিষয় নিয়ে যুবককে জিজ্ঞাসা করতেই অতিরিক্ত নেশার কারণে যুবক কোন সঠিক উত্তর দিতে পারেননি। তারপরই ঝামেলা বাধে।