Monday, January 13, 2025
বাড়িরাজ্যসঙ্গী সাথী ছাড়া সিপিআইএম এখন লড়াই করতে পারছে না, এর চাইতে লজ্জার...

সঙ্গী সাথী ছাড়া সিপিআইএম এখন লড়াই করতে পারছে না, এর চাইতে লজ্জার কিছু নেই : রাজীব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : ৫ সেপ্টেম্বর আসন্ন উপ নির্বাচনে ২০ বক্সনগর এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের মানুষ যাতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় তার জন্য শনিবার আহ্বান জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, উপ নির্বাচনের আগে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি জোট হয়েছে বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।

কিন্তু মানুষ তাদের ভালো চোখে দেখে নি। এবং ৩৫ বছরের সিপিআইএম সরকারকে কটাক্ষ করে বলেন এমন দুরবস্থা হয়েছে তাদের বৈশাখী ছাড়া তারা লড়াই করতে পারে না। বৈশাখীদের সাথে নিয়ে তারা হোঁচট খেয়ে পড়ে থাকে। এবং সঙ্গী সাথী ছাড়া সিপিআইএম এখন লড়াই করতে পারছে না। এর চাইতে লজ্জার এবং নিন্দার কিছু নেই বলে জানান রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন সিপিআইএম যে কংগ্রেসকে বৈশাখী করেছে তাদের কোন অস্তিত্ব নেই সোনামুড়ায়।

এমনকি কংগ্রেসের সর্বশেষ যে প্যারাটি ছিল সেটা পর্যন্ত গত কয়েকদিন আগে প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া বিজেপি দলে শামিল হয়ে পুঁতে দিয়েছেন। সুতরাং দুটি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত বলে জানান রাজীব ভট্টাচার্য। প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এই দিনের সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, তিপ্রা মথা পর্যন্ত ষ্পষ্ট জানিয়ে দিয়েছে তারা সিপিআইএম -কে সমর্থন করবে না। স্থানীয় জনগণ যাকে খুশি ভোট দেওয়ার জন্য বলেছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। কারণ তারাও জানে একমাত্র ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের কর্মযজ্ঞে নিয়ে পৌছাতে পারে ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিনের সরকার। আসন্ন উপ নির্বাচনে দুটি বিধানসভা কেন্দ্রের মানুষ রাজ্যে উন্নয়নের নিরিখে ভোট দেবে বলে আশা ব্যক্ত করেন রাজীব ভট্টাচার্য্য। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য