Monday, February 10, 2025
বাড়িরাজ্যবেআইনিভাবে নির্মাণ করা দোকান ভেঙ্গে দিল কমিটি

বেআইনিভাবে নির্মাণ করা দোকান ভেঙ্গে দিল কমিটি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ সেপ্টেম্বর :  রাতারাতি দোকান ঘর নির্মাণ করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল মহারাজগঞ্জ বাজারে। বাজারে বলরাম পাল নামে এক ব্যবসায়ীর দোকানের সামনে পল্লব সাহা নামে এক ব্যক্তি বৃহস্পতিবার রাতের বেলা দোকান ঘর নির্মাণ করে। শুক্রবার দোকানে এসে বিষয়টি প্রত্যক্ষ করে মাথায় আকাশ ভেঙ্গে পড়ার উপক্রম বলরাম পালের।

সাথে সাথে তিনি ছুটে যান বাজার কমিটির কাছে। প্রথম অবস্থায় বাজার কমিটি বিষয়টি সাধারণভাবে দেখেন। শেষ পর্যন্ত বলরাম পাল জানান বিষয়টি যদি তারা মীমাংসার জন্য এগিয়ে না আসে তাহলে আইনের আশ্রয় নেবেন তিনি। তারপর বাজারের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এসে বিষয়টি দুই পক্ষের মধ্যে মীমাংসা করা হয়। ভেঙে দেওয়া হয় বেআইনি ভাবে নির্মাণ করা দোকান। তবে এ ধরনের বদ উদ্দেশ্যের জন্য অভিযুক্ত পল্লব সাহাকে সতর্ক করে দেওয়া হয় কমিটির পক্ষ থেকে। নাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান কমিটির সদস্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য