স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ সেপ্টেম্বর : অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগকে কেন্দ্র করে অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলালো বিক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার পুর্ব মনু ভিলেজের গকুলনগর ২ নং কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের গাইডলাইন অনুযায়ী যে ওয়ার্ডে অঙ্গনাওয়াড়ি সেন্টার রয়েছে, সেই ওয়ার্ড থেকেই অঙ্গনওয়াড়ি দিদিমণি অথবা হেল্পার নিয়োগ করাতে হবে।
অভিযোগ যেহেতু অঙ্গনওয়াড়ি সেন্টারটি গোকুলনগর ৫ নং ওয়ার্ডে থাকা সত্বেও নগদ নারায়ণের বিনিময়ে প্রকৃত দাবিদার সঙ্গীতা দাসকে বঞ্চিত করে ৬ নং ওয়ার্ড থেকে সুপ্রিতা দাসকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হয়েছে। তিনি এই জমি দান করেছেন। তার দাবিও পাঁচ নং ওয়ার্ড থেকেই অঙ্গনাওয়াড়ি কর্মী নিয়োগ করতে হবে। তাই প্রতিবাদ স্বরূপ কঙ্গনওয়াড়ি সেন্টারটিকে অনির্দিষ্ট কালের জন্য তালা বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসীর হুঁশিয়ারি যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে, ততদিন পর্যন্ত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলবে। সদ্য নিয়োগ পাওয়া অঙ্গনওয়াড়ি কর্মী সেন্টারে বাইরে মাঠে বসে দায়িত্ব পালন করছেন। যদিও তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।