Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যঋণ পরিশোধ করতে না পারায় সীল করে দেওয়া হল বাড়ি

ঋণ পরিশোধ করতে না পারায় সীল করে দেওয়া হল বাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ সেপ্টেম্বর :  লোনের টাকা সঠিক সময়ে ফিরিয়ে না দেওয়ায় ঘর সহ বাড়ি সিল করে দিল বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনা শান্তির বাজার মহকুমার অন্তর্গত লাউগাং এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরাকারের বাড়ি। ঘটনার বিবরনে জানা যায়, বিশ্বজিৎ সরাকার বসত বাড়ি দেখিয়ে শান্তির বাজার এক বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নেয় তার ভাই রাজীব সরকার।

পরবর্তী সময় দীর্ঘ ৮ বছর যাবৎ কোনো প্রকারের কিস্তি প্রদান না করায় বর্তমানে প্রায় ২০ লক্ষ টাকার মতো বকেয়া টাকা সুদ আসল জমে। ব্যাঙ্ক থেকে বার বার জানানোর পর কোনো প্রকারের অর্থ প্রদান না করায় শুক্রবার ব্যঙ্ক কতৃপক্ষ শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ের ডি সি এম পবিত্র দাস শান্তির বাজার থানার আরক্ষা দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে বাড়িটি দখল করে নেয়। দক্ষিন জেলা শাসকের আদেশ মূলে পরিবারের বসবাসকারী লোকজনদের ঘর থেকে বের করে ঘরের আসবাপত্র বের করে ঘরে তালাবন্দি করে সীল করে দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য