Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যজনগণের দোষ না থাকলেও বিজেপির কারণে আবার ভোট দিতে যেতে হবে :...

জনগণের দোষ না থাকলেও বিজেপির কারণে আবার ভোট দিতে যেতে হবে : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : রাজ্যে ভোট এখন আর আগের মত উৎসবের মেজাজে হয় না। আতঙ্কের মধ্য দিয়ে ভোট হয়। মঙ্গলবার ধনপুর বিধানসভার তেল কাজলার ৮ নম্বর বুথ এলাকায় ভোট প্রচারে বের হয়ে এই কথা বললেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রতন ভৌমিক। তিনি বলেন ভোট প্রচারে বের হয়ে মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন।

কিন্তু মানুষ বলছে আগে একবার ভোট দিয়েছে। তাদের দোষ না থাকলেও বিজেপির কারণে আবার ভোট দিতে যেতে হবে। আরো বলেন এই সরকার একটা প্রতিশ্রুতিও পালন করেনি। বিজেপির সামনে ইঞ্জিন দিল্লি এখন বিকল হয়ে গেছে। ২৪ লোকসভা নির্বাচনে এটা পুরোপুরি ভেঙে পড়বে। তাই মানুষ তাদের আর সমর্থন জানাতে চাইছে না। একটা দুর্নীতিগ্রস্ত সরকার চলছে। বড় বড় সভা বা মিছিল মিটিং না করলেও ধনপুর উপনির্বাচনে সিপিআইএমের মনোনীত প্রার্থী কৌশিক চন্দ সমর্থনে সিপিআইএমের কর্মীরা নীরবে বাড়ি বাড়ি প্রচার সেরে নিচ্ছে। এদিন রতন ভৌমিকের সঙ্গে ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য সিপিআইএম সুরেশ দাস, উরমাই অঞ্চল কমিটির বর্তমান সম্পাদক শাহ আলম মিয়া সহ অন্যান্য কর্মী সমর্থকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য