স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট :বিএসএফের গুলিতে বক্সনগর সীমান্ত এলাকায় আহত এক যুবক। কোনও কারণ ছাড়াই গুলি চালানো হয় বলে অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে বক্সনগর এলাকায় নিজ বাড়ির সামনে বি এস এফের গুলিতে গুরুতর আহত হন কামাল মিয়া নামে এক যুবক।
কামাল মিয়া নামে ওই যুবক রাতের বেলা খাওয়া দাওয়ার পর নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় বি এস এফের জওয়ানরা কামাল মিয়াকে পাচারকারী সন্দেহ করে গুলি ছুড়ে। সেই গুলি গিয়ে কামাল মিয়ার গলাতে লাগে। এতেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কামাল মিয়া। পরে তার চিৎকার শুনে তার পরিবারের লোকজন তাকে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় বক্সনগর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন কামাল মিয়া। মঙ্গলবার জিবি হাসপাতালে এই কথা জানান আহত কামাল মিয়া ছোট ভাই।