Monday, January 13, 2025
বাড়িরাজ্যথানার সংখ্যা বাড়লেই অপরাধ কমবে এমন কিন্তু নয় : টিংকু

থানার সংখ্যা বাড়লেই অপরাধ কমবে এমন কিন্তু নয় : টিংকু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট :মহিলা থানার পুলিশদের নিয়ে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞাভবনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। মূলত কাজের বিচার-বিশ্লেষণের উপর গুরুত্ব দিয়ে এদিনকার এই রাজ্যভিত্তিক সেমিনারের আয়োজন। এই সেমিনারের উদ্যোক্তা রাজ্য মহিলা কমিশন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই সেমিনারের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, রাজ্য পুলিশের আইজি সহ আরো অনেকেই।

বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় জানিয়েছেন সরকারি কর্মী এবং সাধারণ মানুষ একসাথে এগিয়ে আসলে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব। তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও তুলে ধরেন। মন্ত্রী টিঙ্কু রায় এদিন বলেন, প্রতি জেলায় একের পর এক থানা তৈরি হয়েছে। তিনি বলেন, থানার সংখ্যা বাড়লেই অপরাধ কমবে এমন কিন্তু নয়। পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে সংখ্যা-সময় বৃদ্ধি পেলেই সমাধান হয় না। অপরাধ কিভাবে কমানো যাবে তা নিয়ে আলোচনা করতে হবে , ভাবতে হবে। মন্ত্রী আরও বলেন, অপরাধ হলে পরেই যদি সমাধানের কথা ভাবা হয় তাহলে কোনদিন সমস্যার সমাধান হবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য