স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : বিজেপি প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার এবং তারা প্রতারক। তাই এ সরকারের বিরুদ্ধে যুব কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনের আয়োজিত যুব কংগ্রেসে সাংগঠনিক সভায় একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
তিনি বলেন, আজকের বৈঠকের মূল উদ্দেশ্য হলো সংগঠনের দুর্বলতা কাটিয়ে উঠে আগামী দিনে আন্দোলন সংগঠিত করা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে যুব সংগঠন শক্তিশালী করতে এবং যুব আন্দোলন আরো বেশি তীব্রতর করতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আরো বলেন, এ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নেশা মুক্ত ত্রিপুরা কথা বলে নেশার আসক্তি বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে এর বিরুদ্ধে লড়াই করবে যুব কংগ্রেস কর্মীরা। কিভাবে সমাজকে সঠিক দিশায় নিয়ে আসা যায় তার জন্য যুবক কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। আয়োজিত বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক ঈশান আহমেদ খান সহ অন্যান্য নেতৃত্ব।