স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : আগামী ৫ সেপ্টেম্বর উপ নির্বাচনে ধনপুর এবং বক্সনগর দুটি বিধানসভা কেন্দ্রে বিরোধীদল সিপিআইএমের দুই প্রার্থী কৌশিক চন্দ এবং মিজান হোসেনকে সমর্থন করবে সিপিআই(এম এল)। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সংগঠনের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার।
তিনি বলেন এই নির্বাচন ২০২৪ এর জন্য গোটা দেশকে এক জোরদার বার্তা দেবে। এবং দেশবাসীকে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে আরএসএস মুক্ত ভারত গড়ার উৎসাহ দেবে। কারণ গত ১০ বছরে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের আমলে গোটা দেশে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংবিধান আক্রান্ত, এবং জাত পাতের নাম করে গোটা দেশকে তারা ভাগবাটোয়ারা করতে চাইছে। যার পরিনামে মনিপুর, হরিয়ানা জ্বলছে। বিজেপি আগামী দিনে গোটা দেশ জ্বলবে বলে জানান তিনি। গোটা দেশের মতো ত্রিপুরাতেও ইন্ডিয়া জোট আরো বেশি শক্তিশালী করতে হবে। এবং এর জন্য বিরোধীদের এক মঞ্চে এসে এই কঠিন লড়াই লড়তে হবে বলে জানান তিনি।